পাকিস্তানে আইএসআই প্রধানের পদে পরিবর্তন

পাকিস্তানে আইএসআই প্রধানের পদে পরিবর্তন

পাকিস্তানে আইএসআই প্রধানের পদে পরিবর্তন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক পদে পরিবর্তন এনেছে সেদেশের সরকার। লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে নিয়োগ দেয়ার আগে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব বলা হয়।

যুক্তরাষ্ট্রের অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে তালেবান যখন জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল, সে সময় আকস্মিক কাবুলে গিয়েছিলেন আইএসআইয়ের প্রধান ফাইজ হামিদ। সেখানে তিনি বলেছিলেন, সব সমস্যার সমাধান করা হবে। তার ওই সফরের কয়েক দিনের মধ্যে তুলনামূলক রক্ষণশীল নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাপ্রধানের পরামর্শ মেনেই আইএসআইয়ের প্রধান পদে নিয়োগ দেন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া বিদায়ী আইএসআইয়ের প্রধান ফাইজ হামিদকে পাকিস্তান সেনাবাহিনীর পেশওয়ার কোরের কমান্ডার পদে নিয়োগ দেওয়া হয়।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফাইজ হামিদকে ২০১৯ সালের ১৬ জুন এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি গোয়েন্দা সংস্থাটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। আর আইএসআই প্রধানের দায়িত্বে আসা লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম এর আগে করাচি কোরের কমান্ডার ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/176987/পাকিস্তানে-আইএসআই-প্রধানের-পদে-পরিবর্তন