ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
যুক্তরাজ্যের সাথে তালেবানের কূটনৈতিক বৈঠক

যুক্তরাজ্যের সাথে তালেবানের কূটনৈতিক বৈঠক

যুক্তরাজ্যের সাথে তালেবানের কূটনৈতিক বৈঠক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গাস। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।

মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে জনসনের আফগানিস্তান বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সাইমন গাসের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী, উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার ও আবদুস সালাম হানাফি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৈঠকে আফগানিস্তান সংকট নিয়ে যুক্তরাজ্য কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ এবং নারী অধিকার নিয়ে আলোচনা হয় বৈঠকে। আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে ফেরত আনা এবং যেসব আফগান যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক তাদের নিয়ে তালেবান প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন সাইমন গাস।

বৈঠক শেষে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাক্বী বলেন, আমাদের দুই দেশের মধ্যে কীভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

ইয়াহু নিউজের খবরে বলা হয়, বৈঠকে দেশটির মানবিক সংকট ও সুরক্ষার উপায় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/176858/যুক্তরাজ্যের-সাথে-তালেবানের-কূটনৈতিক-বৈঠক