ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
সেই শিক্ষিকার বিরুদ্ধে চুল কেটে দেয়ার সত্যতা মিলেছে

সেই শিক্ষিকার বিরুদ্ধে চুল কেটে দেয়ার সত্যতা মিলেছে

সেই শিক্ষিকার বিরুদ্ধে চুল কেটে দেয়ার সত্যতা মিলেছে

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার ঘটনার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার ঘটনার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এর ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

চার সদস্যের তদন্ত কমিটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষাৎকার ও লিখিত মতামত নেয়।

একই সঙ্গে কমিটি ওই ঘটনার শিকার শিক্ষার্থীদের মানসিক চিকিৎসারও সুপারিশ করেছে। 

প্রতিবেদনে ফারহানা ইয়াসমিন শিক্ষার্থীদের পারিবারিক অবস্থা ও চলাফেরা নিয়ে নিয়মিত গালিগালাজ এবং কটুক্তি করতেন। এছাড়া শিক্ষার্থীদের গোয়েন্দা সংস্থার ভয়ও দেখাতেন বলে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ অক্টোবর)  বিকেলে এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর কাছে প্রতিবেদন জমা দেন। 

গত সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেন। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনার পর থেকে শিক্ষার্থীর ওই শিক্ষকের স্থায়ী বহিষ্করাদেশের জন্য আন্দোলন করে আসছে।

বাংলাদেশ জার্নাল/ জেবি

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179121/সেই-শিক্ষিকার-বিরুদ্ধে-চুল-কেটে-দেয়ার-সত্যতা-মিলেছে