বাহরাইনে বাংলাদেশ স্কুলের রজতজয়ন্তী

বাহরাইনে বাংলাদেশ স্কুলের রজতজয়ন্তী

বাহরাইনে বাংলাদেশ স্কুলের রজতজয়ন্তী

বাহরাইনে বাংলাদেশ স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে...

প্রবাস

প্রবাস ডেস্ক

বাহরাইনে বাংলাদেশ স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার স্কুল ক্যাম্পাসে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক সনজিদ কুমার শীল। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রথম সেক্রেটারি হারুন অর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্য ফুয়াদ তাহের শান্তনু, অভিভাবক কাউন্সিল সদস্য সেলিম, হামেদ কাজী হাসান, ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, স্থপতি ফারিয়াল খান, ডক্টর শাহ আলম, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, বাংলাদেশ স্কুলের শিক্ষক শিক্ষিকসহ বাংলাদেশ কমিউনিটির নেতারা।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/176640/বাহরাইনে-বাংলাদেশ-স্কুলের-রজতজয়ন্তী