জয়পুরহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

জয়পুরহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

জয়পুরহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

বাংলাদেশ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে স্থানীয় যুব সমাজকে সব ধরণের অপরাধ থেকে মুক্ত রাখতেই এমন খেলার আয়োজন বলে জানায় খেলার আয়োজক স্থানীয় বেড়াখাই স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সংগঠকরা।

শনিবার বিকেলে শুরু হয় জমজামট হা-ডু-ডু খেলার ফাইনাল আসর। এ খেলা দেখতে জয়পুরহাট ছাড়াও পার্শবর্তী গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা থেকেও আসেন বিভিন্ন বয়সী দর্শকরা। দীর্ঘদিন পর বাড়ির মাঠে এমন মনোমুগ্ধকর খেলা দেখতে পেরে দারুণ খুশি দর্শকরা।

বিভিন্ন দলকে হারিয়ে ফাইনালে ওঠা হা-ডু-ডু খেলোয়াররা জানায়, খেলায় জয়-পরাজয় থাকবেই, অংশগ্রহণ করাটাই বড় কথা। এ খেলার মাধ্যমে হাজারো দর্শকদের আনন্দ দিতে পেরে খুশি তারা।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদুর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হাডুডু খেলার ফাইনাল ম্যাচে শালাইপুর দল পায় ৫৩ পয়েন্ট এবং কলন্দপুর দল পায় ২৩ পয়েন্ট। খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন শালাইপুর হাডুডু দল।

বাংলাদেশ জার্নাল/এসকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179737/জয়পুরহাটে-ঐতিহ্যবাহী-হা-ডু-ডু-খেলা