‘আনন্দের বাজার’র এমডির বিরুদ্ধে মামলা

‘আনন্দের বাজার’র এমডির বিরুদ্ধে মামলা

‘আনন্দের বাজার’র এমডির বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে এবার ই- কমার্স প্রতিষ্ঠান ‘আনন্দের বাজার’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে মামলা...

আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাতের অভিযোগে এবার ই- কমার্স প্রতিষ্ঠান ‘আনন্দের বাজার’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজধানীর গুলশান থানায় প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেন সুজন নামে এক গ্রাহক।

মামলার বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, মামলার পর ওই কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, সুজন নামে এক গ্রাহক প্রতারণার অভিযোগে আনন্দের বাজারের এমডি ও সিইও আহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে গত ৫ অক্টোবর মামলা করেছেন। মামলায় শতশত কোটি টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

এদিকে মামলার পর ফেসবুক লাইভে এসে পুলিশ, সাংবাদিক ও গ্রাহকদের নিয়ে নানা বিরূপ মন্তব্য করেছন আহমুদুল হক। এতে তিনি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ওই দিন আমার পুলিশ ভাই এসেছিল, আমি ১২ লাখ টাকা ক্যাশ দিয়েছি। কই, কেউ আমার পক্ষে কথা বলল না।’

লাইভে গ্রাহকদের লোভী বলেও মন্তব্য করেন আনন্দের বাজারের প্রধান। তিনি বলেন, ‘আপনারা কেন ছাড়ে পণ্য নেন? কেন মোটরসাইকেল, ফ্রিজ নেন ছাড়ে? কেন ছাড় ছাড়া মাল কেনেন না? গ্রাহকেরা লোভী। তাদের কারণেই আজ এই অবস্থা।’

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/law-court/177339/আনন্দের-বাজারর-এমডির-বিরুদ্ধে-মামলা