ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
তাতিয়ানাকে ঘরে তুলে নিলেন জামাল ভূঁইয়া

তাতিয়ানাকে ঘরে তুলে নিলেন জামাল ভূঁইয়া

তাতিয়ানাকে ঘরে তুলে নিলেন জামাল ভূঁইয়া

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেল জার্মানির কোলনে।

খেলাধুলা

জার্মানি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেল জার্মানির কোলনে। গত বছর জার্মানির কোলনে জন্ম ও বেড়ে ওঠা কনে তাতিয়ানা আলীর সংগে পারিবারিকভাবে বর্তমান দেশসেরা ফুটবলার জামালের বিয়ে সম্পন্ন হলেও করোনা ও ফুটবলে ব্যাস্ত সময় সূচির জন্য কনে তাতিয়ানার সাথে সংসার শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। 

অবশেষে দুই পক্ষের নানা আয়োজনে মধ্য দিয়ে ১ বছর পর সেই বিবাহের আনুষ্ঠানিকতা কোলনে সম্পন্ন করতে পেরে খুশী জার্মানির কোলনে বসবাসরত কনের পিতা রমজান আলী ও মা মাসুমা আলী মিঠু ও ডেনমার্ বসবাসরত জামাল ভূঁইয়ার বাবা ইনসান ভুঁইয়া ও মা রাজিয়া আক্তার ভুঁইয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে জার্মানির প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি জামালের জন্মস্থান ডেনমার্ক থেকে আসে শতাধিক বরযাত্রী। ছিল নানা দেশ ও অঞ্চল থেকে আসা অতিথিরাও। বর কনে দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন পাঁচ শতাধিক অতিথি।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/179213/তাতিয়ানাকে-ঘরে-তুলে-নিলেন-জামাল-ভূঁইয়া