ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
বাংলাদেশসহ চার জাতি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

বাংলাদেশসহ চার জাতি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

বাংলাদেশসহ চার জাতি টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে দূর্দান্ত পারফর্ম করার পরেও রেফারির বিতর্কিত কর্মকান্ডে গ্রুপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। নিজেদের ধারাবাহিক পারফর্ম ধরে রাখতে আবারও মাঠে নামছে ভামাল ভুঁইয়ারা। ফুটবলাররা সাফের ব্যর্থতা মুছে দেওয়ার একটা দারুণ সুযোগ পাচ্ছেন আগামী মাসের ৮-১৭ নভেম্বর চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে।

স্বাগতিক শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে মালদ্বীপ আর সিশেলস। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিনটি করে ম্যাচ খেলবে সব দল। পয়েন্ট তালিকার শীষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে। 

বাংলাদেশের প্রথম ম্যাচ সিশেলসের বিপক্ষে ৮ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ ১১ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে। শেষ ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ নভেম্বর। 

এদিকে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে কে থাকবেন বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে সাফ চ্যাম্পিয়নশীপে জামালদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে রাখতে চায় বাফুফে। চলতি সপ্তাহের মধ্যেই বিষয়টি জানা যাবে। এছাড়া নভেম্বরের টুর্নামেন্টের জন্য বাফুফে জাতীয় দলের ক্যাম্পও শুরু করবে কিছু দিনের মধ্যে। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/178556/বাংলাদেশসহ-চার-জাতি-টুর্নামেন্টের-সূচি-চূড়ান্ত