উখিয়ায় সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক ১
বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
উখিয়ায় সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের উখিয়াতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
টেকনাফ প্রতিনিধিকক্সবাজারের উখিয়াতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
আটক মাদক কারবারি পালংখালি ইউপির জামতলী এলাকার আব্দুল হকের ছেলে মেহেদী হাসান।
বুধবার দিবাগত রাত ১১টায় র্যাব ১৫ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউপির জামতলী এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৫ হাজার ছয়শত পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178668/উখিয়ায়-সাড়ে-৫-হাজার-ইয়াবাসহ-আটক-১