হার দিয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

হার দিয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

হার দিয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি

খেলাধুলা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে অধিনায়ক লিটন দাসের টাইগাররা।  জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে ৬ উইকেট হারিয়ে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। 

মঙ্গলবার রাত ৮টায় আবুধাবির টলারেন্স ওভালে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ১৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন সৌম্য সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে শেখ মেহেদী হাসান অপরাজিত ১৬, লিটন দাস ১৬ ও নুরুল হাসান সোহান ১৫ রান করনের 

বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশী বোলারদের বোলিং তান্ডবে দলীয় ৭৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসে লঙ্গা শিবির। তবে শেষ দিকে এসে শ্রীলঙ্কার রানের চাকা সচল করে অভিষকা ফার্নান্দো। এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ৩২ বলে তুলে নেনে ফিফটি যার ফলে কিছুটা চাপে পরে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিষ থিকশানা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/177728/হার-দিয়ে-শুরু-টাইগারদের-বিশ্বকাপ-প্রস্তুতি