জার্মানিতে সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

জার্মানিতে সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

জার্মানিতে সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

প্রবাস

জার্মানি প্রতিনিধি

সাম্প্রতিক কালে বাংলাদেশজুড়ে সংখ্যালঘু ও হিন্দুদের উপর অত্যাচার বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জার্মানির মিউনিখের সর্বস্তরের প্রবাসীরা। 

বুধবার মিউনিখের প্রাণকেন্দ্র ঐতিহাসিক মারিয়ান প্লাট্জে এর গীর্জার সামনে মানববন্ধনে অংশ নেন সেখানে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। 

মানববন্ধনে অংশ নিয়ে সর্বস্তরের প্রবাসীরা দেশের সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করার দাবী জানান। 

এসময় তারা বলেন, রাষ্ট্রের নাকের ডগায় বসে ফেসবুক বা সামাজিক গণমাধ্যমে কিংবা কুটকৌশলে ধর্ম অবমাননার মিথ্যে ও বানোয়াট অজুহাত দেখিয়ে মৌলবাদী ও ধর্মান্ধরা রাজনৈতিক ছত্রছায়ায় বারবার দেশের সংখ্যালঘু ও হিন্দুদের উপর অত্যাচার, লুটপাট, ধর্ষণ, কিংবা খুনের মত অমানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে যা ইতিমধ্যে প্রমানিত। এই ধরণের ঘটনা বর্বরতাকেও হার মানায়। তাই এসব চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্ত মূলক বিচার না করলে আন্দোলন আরো জোরদার করার অঙ্গীকার করেন বক্তারা।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/179428/জার্মানিতে-সাম্প্রদায়িক-হামলাকারীদের-বিচারের-দাবীতে-মানববন্ধন