খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে কোকোর স্ত্রী
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে কোকোর স্ত্রী
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি...
নিজস্ব প্রতিবেদকএভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি।
রোববার তিনি যুক্তরাজ্য থেকে দেশে এসে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যান। রাত সোয়া ৯টায় তিনি হাসপাতালে প্রবেশ করেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর শর্মিলা রহমান সিথি দেশে এসেছিলেন। তখনও খালেদা জিয়া অসুস্থ ছিলেন।
গত ১২ অক্টোবর নিয়মিত চেকআপের অংশ হিসেবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন।
এর আগে চলতি বছরের ১৪ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন হন। পরে ২৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। ওই সময় ৫৪দিন হাসপাতালে ভর্তি থাকার পর গত ১৯ জুন বাসায় ফিরেছিলেন।
কেএস/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/179105/খালেদা-জিয়াকে-দেখতে-হাসপাতালে-কোকোর-স্ত্রী