কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে মিথ্যা তথ্য ছড়ানোয় যুবক গ্রেপ্তার

কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে মিথ্যা তথ্য ছড়ানোয় যুবক গ্রেপ্তার

কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে মিথ্যা তথ্য ছড়ানোয় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় পূজামণ্ডপের পের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গোলাম মাওলা কে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার সন্ধায় তাকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন  র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন,  গ্রেপ্তার গোলাম মাওলা সামাজিক সম্প্রতি বিনষ্ট করার জন্য মিথ্যা তথ্য ছড়াতো। 

এএসপি আ ন ম ইমরান খান বলেন, গ্রেপ্তার গোলাম মাওলা নামে-বেনামে ফেসবুক ও ইউটিউবে ছবি এবং ভিডিও এডিট করে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছিল। এসব অভিযোগের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপে কোরআন অবমাননার একটি খবর বুধবার (১৩ অক্টোবর) সকালে ছড়ানোর পর কয়েকটি পূজামণ্ডপে হামলা হয়। এ খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুর, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদপুরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। 

বাংলাদেশ জার্নাল/এফজেড/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177976/কুমিল্লায়-পূজামণ্ডপের-ঘটনাকে-মিথ্যা-তথ্য-ছড়ানোয়-যুবক-গ্রেপ্তার