করোনায় মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল
রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
করোনায় মৃত্যুশূন্য রাজশাহী মেডিকেল
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত একদিনে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রাজশাহী প্রতিনিধিরাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত একদিনে করোনা সংক্রমণ কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মৃত্যুর খবর পাওয়া যায়নি। রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত একদিনে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি।
১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৮ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১১ জনের। এ ছাড়া গত একদিনে ভর্তি হয়েছেন সাতজন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন তিনজন।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/health/179755/করোনায়-মৃত্যুশূন্য-রাজশাহী-মেডিকেল