আলোচিত পাঠাও চালককে বাইক উপহার দিলেন গোলাম রাব্বানী

আলোচিত পাঠাও চালককে বাইক উপহার দিলেন গোলাম রাব্বানী

আলোচিত পাঠাও চালককে বাইক উপহার দিলেন গোলাম রাব্বানী

আলোচিত সেই পাঠাও চালক শওকত আলমকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। 

সোমবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে গোলাম রাব্বানী জানান, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে শওকত আলমকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। 

তারই ধারাবাহিকতায় বুধবার রাতে পাঠাও চালক শওকত আলমকে ডিসকভার ১২৫ সিসির একটি বাইক হস্তান্তর করেন গোলাম রাব্বানী। বাইক হস্তান্তরের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে রাব্বানী লিখেন, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে 'দেশরত্ন শেখ হাসিনা'র উপহার' হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এই মহতী উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন, টিম পজেটিভ বাংলাদেশের পক্ষ সদস্য জাকির হোসাইন ভাই, আহম্মেদ বিন সজিব  মেহেদী ইসলাম, মেহেদী হাসান রিমন, শাকিল নিঝুম, আদনান রাহান, রাসেল আহমেদ, নাদিম মাহমুদ, শরিফ ওবায়দুল্লাহ এবং এসকে ট্রেডার্সের সত্ত্বাধিকারী মামুন ভাই।

উল্লেখ্য, রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’র এক চালক। মামলার জেরে ক্ষোভ থেকে নিজের মোটরসাইকেলে আগুন দেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। 

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/176129/আলোচিত-পাঠাও-চালককে-বাইক-উপহার-দিলেন-গোলাম-রাব্বানী