জাবির আবাসিক হল খুলবে ২১ অক্টোবর

জাবির আবাসিক হল খুলবে ২১ অক্টোবর

জাবির আবাসিক হল খুলবে ২১ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি

দুর্গাপূজার ছুটি শেষে ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। তবে ২ নভেম্বরের সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বুধবার বিকেলে শুরু হওয়া একাডেমিক সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সদস্য জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ জানান, দুর্গাপূজার ছুটি শেষে ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে হলে ওঠার জন্য শিক্ষার্থীদের অন্তত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করতে হবে। গণরুম সংকট নিরসনের জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল।

একাডেমিক কাউন্সিলের সদস্যরা আরও জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের সমাপনী পরীক্ষা শেষ করে হলে উঠবে। এছাড়া ইতোমধ্যে যাদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হয়েছে তাদের কেউই আবাসিক হলে উঠতে পারবেন না।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/176137/জাবির-আবাসিক-হল-খুলবে-২১-অক্টোবর