সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে...

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে  দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগষ্ট) থেকে শনিবার (৭ আগস্ট) ১২টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গে ৫৭২ জন ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক শেখ কুদরত-ই-খোদা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আরশাদ গাজী (৭৯), রাজাপুর গ্রামের হাসিনা বেগম (৪৮), ভেটখালি গ্রামের আব্দুস সামাদ (৬৯), শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাজেদা খাতুন (৫৪) ও সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আব্দুল হামিদ (৮১)।

হাসপাতালের তত্বাবধায়ক আরও জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন। এদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ, ১৪৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন, নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169744/সাতক্ষীরায়-করোনা-উপসর্গে-৫-জনের-মৃত্যু