কান্দাহারে পৌঁছেছেন তালেবানের সর্বোচ্চ নেতা

কান্দাহারে পৌঁছেছেন তালেবানের সর্বোচ্চ নেতা

কান্দাহারে পৌঁছেছেন তালেবানের সর্বোচ্চ নেতা

তালেবানের প্রধান নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা কান্দাহারে পৌঁছেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

তালেবানের প্রধান নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা কান্দাহারে পৌঁছেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। আখুনদজাদা ৪ দিন ধরে কান্দাহারে রয়েছেন।

তালেবানের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচন করতেই তিনি কান্দাহারে গেছেন বলে অনেকের ধারণা। এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবানের প্রধান নেতা শিগগিরই প্রকাশ্যে আসবেন। তালেবান কাবুল দখলে নেয়ার পর কাতার থেকে অন্যান্য আরও কয়েকজন শীর্ষ নেতা কান্দাহারে পৌঁছান কয়েকদিন আগে।

মোল্লা আকতার মনসুর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর হাবিতুল্লাহ আখুনদজাদা ২০১৬ সালের ২৫ মে তালেবান প্রধান হিসেবে নিয়োগ পান। তিনি পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত লাগোয়া একটি গ্রামে ধর্মীয় শিক্ষা দিতেন গত ১৫ বছর ধরে। তালেবান প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে সংগঠনের প্রধান বিচারক হিসেবে কাজ করতেন এ নেতা।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172304/কান্দাহারে-পৌঁছেছেন-তালেবানের-সর্বোচ্চ-নেতা