সিন্ধু চান তাকে দেখে হাজারও সিন্ধু উঠে আসুক

সিন্ধু চান তাকে দেখে হাজারও সিন্ধু উঠে আসুক

সিন্ধু চান তাকে দেখে হাজারও সিন্ধু উঠে আসুক

পি ভি সিন্ধু টানা দুটি অলিম্পিকে পদক পেয়ে নজির গড়লেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে দুটি পদক পেলেন তিনি। ছুঁয়ে ফেললেন সুশীল কুমারকে।

স্পোর্টস ডেস্ক

পি ভি সিন্ধু টানা দুটি অলিম্পিকে পদক পেয়ে নজির গড়লেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে দুটি পদক পেলেন তিনি। ছুঁয়ে ফেললেন সুশীল কুমারকে।  

তবে সিন্ধু চান তিনি একাই নন, তার মতো আরও অনেক খেলোয়াড় উঠে আসুক ভারত থেকে। তাকে দেখে অনুপ্রাণিত হোক হাজার হাজার শিক্ষার্থী।

রোববার ম্যাচের পর সিন্ধু বলেছেন, আমি নিশ্চিত এই ব্রোঞ্জ পদক দেখে আরও অনেক তরুণ খেলোয়াড় উঠে আসবে এবং এই পদক আরও অনেককে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। যদি আমি পারি তাহলে সবাই পারবে।

সোনার স্বপ্ন নিয়ে অলিম্পিকে এলেও ব্রোঞ্জে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। সেই প্রসঙ্গে সিন্ধুর মন্তব্য, আমি বহু বছর ধরে কঠোর পরিশ্রম করছি। কিন্তু এখন আমার মনে বিভিন্ন ধরনের আবেগ রয়েছে। ব্রোঞ্জ জিতে খুশি নাকি সোনা হারানোয় দুঃখিত, সেটা নিজেই বুঝতে পারছি না। তবে এখন আবেগকে দূরে সরিয়ে রাখতে হবে। পদক পেয়ে সত্যিই খুশি। দেশকে গর্বিত করতে পেরে খুশি।

সিন্ধুর প্রাক্তন কোচ পুল্লেলা গোপীচাঁদও অভিনন্দন জানিয়েছেন তাকে। মা বিজয়া বলেছেন, আমাদের অনেক পরিকল্পনা করা আছে। ও ফিরলেই সেগুলো পূরণ করব। অলিম্পিকে দুটো পদক পাওয়া সাধারণ ব্যাপার নয়।

সূত্র-আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/এমএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/169099/সিন্ধু-চান-তাকে-দেখে-হাজারও-সিন্ধু-উঠে-আসুক