ব্যাংক বন্ধ আজ
রবিবার, ৮ আগস্ট, ২০২১
ব্যাংক বন্ধ আজ
করোনার বিস্তার রোধে বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ে ব্যাংক লেনদেন সীমিত পরিসরে চলবে বলে জানানো হয়।
অর্থ-বাণিজ্য
নিজস্ব প্রতিবেদককরোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ (রোববার) ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সার্কুলারটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনা জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ৮ আগস্ট (রোববার) সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ৯ ও ১০ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা সাড়ে ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, করোনার বিস্তার রোধে বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ে ব্যাংক লেনদেন সীমিত পরিসরে চলবে বলে জানানো হয়।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/finance-business/169754/ব্যাংক-বন্ধ-আজ