কুষ্টিয়ায় আক্রান্ত ও উপসর্গে ১৮ মৃত্যু

কুষ্টিয়ায় আক্রান্ত ও উপসর্গে ১৮ মৃত্যু

কুষ্টিয়ায় আক্রান্ত ও উপসর্গে ১৮ মৃত্যু

গত একদিনে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনসহ মোট ১৮ জন মারা গেছেন।

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

গত একদিনে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আক্রান্ত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনসহ মোট ১৮ জন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন। 

গত একদিনে জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৮১ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৯৬ জন, দৌলতপুরের ৩১ জন, কুমারখালীর আটজন, ভেড়ামারার চারজন, মিরপুরের ২৯ জন এবং খোকসা উপজেলার ১৩ জন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ৮৭ হাজার ১৪৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮১ হাজার ৩৭১ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫০ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৮১৮ জন।

২০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২৪৩ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৯১ জন এবং ৫২ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। 

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168995/কুষ্টিয়ায়-আক্রান্ত-ও-উপসর্গে-১৮-মৃত্যু