ইরানে সামরিক গেমস: অংশ নেবে চীন-রাশিয়া-ভারত

ইরানে সামরিক গেমস: অংশ নেবে চীন-রাশিয়া-ভারত

ইরানে সামরিক গেমস: অংশ নেবে চীন-রাশিয়া-ভারত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

ইরান, চীন এবং রাশিয়া যৌথভাবে পারস্য উপসাগরে নৌ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা নিয়েছে। চলতি ২০২১ সালের শেষ দিকে অথবা ’২২ সালের প্রথম দিকে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে। পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যুতার বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে। খবর পার্স টুডে

সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত লিভান ডি জাকারিয়ান।

তিনি জানান, যৌথ এই মহড়ার নাম দেয়া হয়েছে চিরু (CHIRU)। মহড়ায় রাশিয়া ইরান এবং চীনের বেশকিছু যুদ্ধজাহাজ অংশ নেবে।

রুশ রাষ্ট্রদূত বলেন, ইরানের চবাহার বন্দর এলাকায় ২০২১ সালের আন্তর্জাতিক সামরিক গেমস অনুষ্ঠিত হবে। এতে চীন, রাশিয়া ও ইরানের পাশাপাশি ভারত, সিরিয়া এবং ভেনিজুয়েলা অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর ডুবুরি দল প্রতিযোগিতায় ক্রীড়া নৈপূর্ণ প্রদর্শন করবে। এ প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিদল উপস্থিত থাকবে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/171558/ইরানে-সামরিক-গেমস-অংশ-নেবে-চীন-রাশিয়া-ভারত