২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

২ পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

২৩ আগস্ট ওই দুই কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক

হিরোইন উদ্ধারের মামলায় তদন্তে মিথ্যা তথ্য দেওয়ায় পুলিশের ২ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। তারা হলেন- আশুলিয়া থানার এসআই কায়সার হামিদ ও মামলার বাদী এসআই মিরাজ হোসেনকে (বদলি হয়ে বর্তমানে শরীয়তপুরের সখিপুর থানায়)।

বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এই দুই পুলিশ কর্মকর্তাকে আগামী ২৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান জানান, ২০২০ সালের ১৮ জুলাই মো: শাহীনের কাছ থেকে ৭১.২৫ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ এবং সাভারের আশুলিয়া থানায় মামলাও হয়। ওই মামলায় আসামি শাহীন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের শুনানি সময় আদালত মামলার নথি পর্যালোচনা করে দেখেন; আসামির কাছ থেকে হিরোইন উদ্ধার হয়েছে ৭১.২৫ গ্রাম। কিন্তু চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালত মিথ্যা তথ্য দেওয়ায় মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন আদালত।

২৩ আগস্ট ওই দুই কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানান তিনি। 

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/law-court/170309/২-পুলিশ-কর্মকর্তাকে-হাইকোর্টে-তলব