রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি: প্রধান আসামী গ্রেপ্তার

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি: প্রধান আসামী গ্রেপ্তার

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি: প্রধান আসামী গ্রেপ্তার

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি

খুলনা থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে চুরি মামলার এজাহারভুক্ত আসামী মোঃ বাচ্চু মল্লিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ । বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ১১টায় খুলনা জেলার রূপসা থানাধীন গ্রীন বাংলা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাচ্চু বাগেরহাট জেলার রামপাল উপজেলার বর্ণী গ্রামের মোঃ রুহুল মল্লিকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চোরাকারবারি চক্রের সদস্য। তার চক্রের সদস্যরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তামার তার, লোহার এংগেল, লোহার পাইপ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে পাচার করত।

১৯ জুনে রামপাল থানা পুলিশ অভিযান পরিচালনা করে, ২৪০ গজ কপার ওয়্যার, ২৫ ফুট লম্বা ৬ টি লোহার পাইপ, ৪ ফুট লম্বা লোহার এংগেল এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ তার সহযোগীদের গ্রেফতার করেছিল। পরে তাদের বিরুদ্ধে ২০ জুনে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছিল। এ মামলার অন্যতম আসামী ছিলেন মোঃ বাচ্চু মল্লিক।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মোঃ বাচ্চু মল্লিককে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171210/রামপাল-তাপবিদ্যুৎ-কেন্দ্রে-চুরি-প্রধান-আসামী-গ্রেপ্তার