ভারত থেকে গম আমদানী শুরু

ভারত থেকে গম আমদানী শুরু

ভারত থেকে গম আমদানী শুরু

প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানী শুরু হয়েছে।

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানী শুরু হয়েছে। 

রোববার দুপুরে আগরতলা বন্দর থেকে ৩০টি ট্রাকে প্রায় ৫০০ মেট্রিক টন গম বাংলাদেশে প্রবেশ করে। 

ভারত থেকে আসা এই মালের সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আক্তার হোসেন বলেন,  রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল ভারত থেকে ১৩২০ মেট্রিক টন গম আমদানীর চুক্তিপত্র করেছে। 

ভারতের কোলকাতার মেসার্স ব্রিজ কিশোর প্রসাদ গমগুলো রপ্তানী করেছে। ভারতের উত্তর প্রদেশ থেকে মালবাহী ট্রেনে করে গমগুলো ত্রিপুরার আগরতলায় পৌঁছে। রোববার দুপুর পর্যন্ত ৩০ ট্রাক গম বাংলাদেশে এসেছে। বাকীগুলো পর্যায়ক্রমে আনা হবে। 

আখাউড়া স্থল বন্দরের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান বলেন,  এই গম আমদানী থেকে প্রায় ১ লাখ টাকা বন্দরের মাশুল আদায় হবে।  

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া স্থল বন্দরের আমদানী রপ্তানী কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169857/ভারত-থেকে-গম-আমদানী-শুরু