সিরাজগঞ্জে সড়কে ঝরল তিন প্রাণ
বুধবার, ২৫ আগস্ট, ২০২১
সিরাজগঞ্জে সড়কে ঝরল তিন প্রাণ
বাংলাদেশ
সিরাজগঞ্জ প্রতিনিধিসিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়ায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উল্লাপাড়ার উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভ্যানচালক খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171708/সিরাজগঞ্জে-সড়কে-ঝরল-তিন-প্রাণ