চট্টগ্রামে একদিনে ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে একদিনে ১০ জনের মৃত্যু

চট্টগ্রামে একদিনে ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট এক হাজার ১৯৩ জন মারা গেছেন।

চট্টগ্রাম প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট  এক হাজার ১৯৩ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে  ৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্তের হয়েছে ৯৭ হাজার ৬৭০ জনে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩১৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২০২ উপজেলার ১১৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল হাসপাতাল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৭ জন এবং অ্যান্টিজেন টেস্টে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171569/চট্টগ্রামে-একদিনে-১০-জনের-মৃত্যু