অবৈধ গ্যাস সংযোগ, ১৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ, ১৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগ, ১৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে বৃহস্পতিবার ১৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা এবং এক হাজার বাড়ির দুই হাজার চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তিতাস গ্যাস কোম্পানির (জয়দেবপুর জোনাল বিপণন অফিসের) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতটির বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার।

তিতাস গ্যাস কোম্পানির জয়দেবপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শ্রীপুর উপজেলার কেওয়া দক্ষিণখণ্ড ও বৈরাগীরচালা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ১০টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন ব্যাসের ৫ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৭০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় এক হাজার বসতবাড়ির আনুমানিক দুই হাজার অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫ জনকে মোট ২ লক্ষ ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেন।

অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস কোম্পানির জয়দেবপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান ও প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, মোশাররফ হোসেন, সহকারী ব্যবস্থাপক মো: আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী কে এম ফয়সাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/171114/অবৈধ-গ্যাস-সংযোগ-১৫-জনকে-আড়াই-লাখ-টাকা-জরিমানা