ই-অরেঞ্জেরের চিফ অপারেটিং অফিসার গ্রেপ্তার

ই-অরেঞ্জেরের চিফ অপারেটিং অফিসার গ্রেপ্তার

ই-অরেঞ্জেরের চিফ অপারেটিং অফিসার গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ই-অরেঞ্জের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানের গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার (১৭ আগস্ট) তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

অর্থ পরিশোধ করেও মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মো. তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে গুলশান থানায় প্রতারণার মামলা করেন। মামলায় আসামিরা হলেন- সোনিয়া মেহজাবিন, মাসুকুর রহমান, আমান উল্ল্যাহ, বিথী আক্তার, কাওসার ও ই-অরেঞ্জের সব মালিক।  

বাংলাদেশ জার্নাল/এমএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/170996/ই-অরেঞ্জেরের-চিফ-অপারেটিং-অফিসার-গ্রেপ্তার