ইয়াবাসহ মডেল মৌ আক্তার আটক

ইয়াবাসহ মডেল মৌ আক্তার আটক

ইয়াবাসহ মডেল মৌ আক্তার আটক

মডেল পিয়াসার পর রাজধানীর শ্যামলী থেকে ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

মডেল পিয়াসার পর রাজধানীর শ্যামলী থেকে ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক  করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার গভীর রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ।  

তিনি বলেন, মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে আমাদের কাছে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। মৌয়ের বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা ও তার বাসায় বারের সন্ধান পাওয়া গেছে। এবং প্রতারণাসহ সব অভিযোগ খতিয়ে দেখে তার বিরুদ্ধে মামলা করা হবে। 

এর আগে আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

রোববার রাতে মডেল পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এফজেড/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/169088/ইয়াবাসহ-মডেল-মৌ-আক্তার-আটক