রুশ কন্যার চমক
শনিবার, ৩১ জুলাই, ২০২১
রুশ কন্যার চমক
খেলাধুলা
স্পোর্টস ডেস্কটোকিও অলিম্পিকে চমক দেখিয়েছেন রাশিয়ার শুটার ভিতালিনা বাতসারাশকিনা। প্রথম নারী শুটার হিসেবে একই আসরে তিনটি পদক জিতেছেন এই রুশ কন্যা।
১০ মিটার এয়ার পিস্তলে আগেই সোনা জিতেছিলেন ভিতালিনা।১০ মিটার পিস্তলের মিশ্র ইভেন্টে রুপা জেতেন তিনি। এবার জিতলেন ২৫ মিটার এয়ার পিস্তলেও। এই জয়ের মাধ্যমে দারুণ কীর্তি গড়লেন ভিতালিনা।
একে একে তিনটি পদক জয়কে রোমাঞ্চকর অভিজ্ঞতা বলে উল্লেখ করে তিনি বলেন, আমি আমার প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। আমি দারুণ খুশি। এখরি আমি খুব দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য উন্মুখ। সেই মধ্য জুন থেকে আমি বাড়ির বাইরে।
একই আসরে তিন পদকের কীর্তি গড়ার পর বাতসারাশকিনার আশা, রাশিয়ায় জনপ্রিয় হবে শুটিং।
বাংলাদেশ জার্নাল- বিএইচ
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/168873/রুশ-কন্যার-চমক