বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে ইতালিতে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কবাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে ইতালিতে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বৃহস্পতিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ছাড়াও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এর আগেও একাধিকবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
ইউরোপ ও এশিয়ার অনেক দেশে নতুন করে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আর এ কারণেই ইতালি সরকার নাগরিকদের সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে।
বর্তমান ইতালিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। শিথিল করা হয়েছে চলাফেরা। তবে বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে।
গত কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা থাকার কারণে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা ফিরতে পারছেন না। বন্ধ রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে, সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে রোমের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে আটকে থাকা প্রবাসীদের ইতালিতে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/168882/বাংলাদেশিদের-ইতালি-প্রবেশে-নিষেধাজ্ঞার-মেয়াদ-বাড়ল