কনের লেহেঙ্গার ওজন ১০০ কেজি

কনের লেহেঙ্গার ওজন ১০০ কেজি

কনের লেহেঙ্গার ওজন ১০০ কেজি

জার্নাল ডেস্ক

বিয়েতে কনে পরেছেন ১০০ কেজি ওজনের লেহেঙ্গা। এত ওজনের ভারসাম্য ঠিক রেখে হাঁটা মুশকিল, তাই পুরো বিয়ের আসরের সিংহভাগ সময়ই বসে থেকেই কাটিয়ে দিলেন।

ওই বিয়ের অনুষ্ঠানটি ছিল পাকিস্তানের। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা বিশ্বজুড়েই ভাইরাল হয়ে যায়। কনের এই ১০০ কেজির লেহেঙ্গা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, এমন কাণ্ড জীবনে দেখিনি।

ঝলমলে ওই লেহেঙ্গায় ছড়িয়ে রয়েছে হাতের সেলাইয়ের কাজ। যেখানে বসেছেন কনে, তাঁর থেকে বেশ কয়েক হাত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে সেই লেহেঙ্গা। কয়েকজন আবার ধরেও আছে একটি দিক। যাতে পুরোটা সবাই দেখতে পায়। লেহেঙ্গার দৈর্ঘ্য এতটাই বেশি যে বর-কনের বসার জন্য যে মঞ্চ করা হয়েছে, তার পুরোটাই ঢেকে গিয়েছে এটি দিয়ে। যদিও বরের সাজে তেমন কোনো চমকে দেওয়ার মতো বিশেষত্ব নেই। তিনি সাধারণ শেরোয়ানি ও মেরুন রঙের পাগড়ি পরেছেন।

বাংলাদেশ জার্নাল- বিএইচ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/features/168756/কনের-লেহেঙ্গার-ওজন-১০০-কেজি