ভাতিজার হাতে চাচা খুন

ভাতিজার হাতে চাচা খুন

ভাতিজার হাতে চাচা খুন

কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে রিয়াজ খাঁ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে রিয়াজ খাঁ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নিহতের ছেলে স্বপন খাঁ (৪৫) আহত হন।

বুধবার রাতে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের রিফুজিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ ওই গ্রামের আলী খাঁর ছেলে। আহত স্বপন নিহত রিয়াজের ছেলে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ বলেন, বুধবার রাতে ধর্মীয় বিষয় নিয়ে আপন ভাই ও ভাতিজার সঙ্গে রিয়াজ ও তার ছেলের তর্ক হয়। এরই জেরে রাত ৮টার দিকে রিয়াজকে কুপিয়ে হত্যা করে ভাতিজা দিরাজ। এ সময় রিয়াজের ছেলে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দিরাজের সঙ্গে রিয়াজের তর্ক-বিতর্ক হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিয়াজকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত স্বপনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে। 

পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168639/ভাতিজার-হাতে-চাচা-খুন