ঈদের দিন বৃষ্টির আভাস

ঈদের দিন বৃষ্টির আভাস

ঈদের দিন বৃষ্টির আভাস

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে বুধবার।  তবে ঈদে দুর্ভোগ পোহাতে হতে পারে বৃষ্টির জন্য। ঈদের দিন ঢাকাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। ঈদের দিন একটানা বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে যাবে। তবে ঈদের দিন ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সামান্য আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

ঈদের আগের দিন অর্থাৎ মঙ্গলবারও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বাংলাদেশ জার্নাল-ওআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/167759/ঈদের-দিন-বৃষ্টির-আভাস