প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভূমিধস : মৃত্যু ১৫

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভূমিধস : মৃত্যু ১৫

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভূমিধস : মৃত্যু ১৫

এখনও বেশ কয়েক জন ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রবল বৃষ্টিতে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে ভূমিধসে দু’টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে অন্তত ১৫ জন মারা গেছেন। শনিবার রাতের এ ঘটনায়, এখনও বেশ কয়েক জন ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। খবর এনডিটিভির। 

গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলি এলাকায় প্রবল বৃষ্টিতে ভূমিধসের কারণে এ বাড়ি দু’টি ভেঙে পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে মুম্বাই পুলিশ ও ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনী। চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির ধংসস্তুপ থেকে ১১ জনের মরদেহ পাওয়া গেছে। ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

অন্য দিকে বিক্রোলিতে চারজনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ। গত শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় মুম্বাইয়ে। এতে নগরীর অনেক এলাকা পানিতে তলিয়ে যায়। 

বাংলাদেশ জার্নাল / টিটি 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/167546/প্রবল-বৃষ্টিতে-মুম্বাইয়ে--ভূমিধস--মৃত্যু-১৫