কুষ্টিয়া হাসপাতালে ৯ চিকিৎসক করোনা আক্রান্ত

কুষ্টিয়া হাসপাতালে ৯ চিকিৎসক করোনা আক্রান্ত

কুষ্টিয়া হাসপাতালে ৯ চিকিৎসক করোনা আক্রান্ত

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে ৯ জন ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এতে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে ৯ জন ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এতে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

কুষ্টিয়া মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা বলেন, গত ২৬ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের ৪৩ জন শিক্ষার্থী করোনা হাসপাতালে ইন্টার্ন শুরু করেন। তারা বিভিন্ন সময় কোভিড ও ননকোভিড রোগীদের সেবা প্রদান করেন। 

কাজ শুরু করার কয়েক দিনের মধ্যেই চলতি মাসের ৭ জুলাই দুইজন করোনা পজিটিভ হন। এরপর ১২ জুলাই আরও দুইজনের করোনা শনাক্ত হয়।  গত ২২ জুলাই তিন জনের করোনা নেগেটিভ আসে। এরপর শনিবার (২৪ জুলাই) মামুনুর রশীদ নামের একজনের করোনা শনাক্ত হয়। 

রোববার (২৫ জুলাই) চারজন নারী ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ৬ জন চিকিৎসক পজিটিভ হয়ে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন নারী চিকিৎসককে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা তাদের হোস্টেলে আইসোলেশনে আছেন।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, করোনা পজিটিভ হওয়ার পর তাদের চিকিৎসা ব্যয় নিজেদেরই বহন করতে হয়েছে। বিভিন্ন ধরনের পরীক্ষা, ওষুধ ও খাবার কিনতে নিজেদের টাকা ব্যয় করতে হয়েছে। প্রতিষ্ঠান বা সরকারিভাবে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ দেলদার হোসেন বলেন, ইন্টার্ন চিকিৎসকদের মনোবল বাড়ানো হয়েছে। তাদের সকল প্রকার সুবিধা দেওয়া হবে।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিফতাহ মালিহা বলেন, ‘আমি নিজে পজিটিভ হয়েছিলাম। গত ২২ জুলাই নেগেটিভ আসছে। সোমবার থেকে আবার করোনা ওয়ার্ডে কাজ শুরু করব। হাসপাতালের যে পরিস্থিতি, তাতে চিকিৎসক হিসেবে নিজেকে ঘরে রাখতে পারছি না।

মিফতাহ মালিহা আরও বলেন, যারা পজিটিভ হয়েছে, তারা সবাই মোটামুটি সুস্থ আছে।

পজিটিভ হওয়া ইন্টার্ন চিকিৎসক মামুনুর রশীদ বলেন, ডা. নাসিমুল বারীসহ হাসপাতালে সকল চিকিৎসক সব সময় সাহস জোগাচ্ছে। খাবারসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে। তার অনুপ্রেরণা পেয়ে নিজেরা সাহস পাচ্ছি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168284/কুষ্টিয়া-হাসপাতালে-৯-চিকিৎসক-করোনা-আক্রান্ত