সাতছড়ি জাতীয় উদ্যান ফের বন্ধ ঘোষণা

সাতছড়ি জাতীয় উদ্যান ফের বন্ধ ঘোষণা

সাতছড়ি জাতীয় উদ্যান ফের বন্ধ ঘোষণা

দেশে ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধ ঘোষণা...

বাংলাদেশ

হবিগঞ্জ প্রতিনিধি

দেশে ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান বন্ধ ঘোষণা করা হয়েছে।

১ এপ্রিল মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত উদ্যানে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বৃহস্পতিবার রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ চন্দ্র দাশ বিষয়টি জানিয়েছেন।

সাতছড়ি জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুয়ায়ী ১ এপ্রিল থেকে সাতছড়ি উদ্যানে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে নির্দেশনা পাওয়ার পরপরই উদ্যানের গেটে বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে যেন কোন পর্যটক উদ্যানে প্রবেশ করতে না পারেন সে জন্য নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

এর আগে গত বছরের ১৯ মার্চ করোনা সংক্রমণ রোধে উদ্যানটি পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়। এরপর ১ নভেম্বর উদ্যান পর্যটকদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/155181/সাতছড়ি-জাতীয়-উদ্যান-ফের-বন্ধ-ঘোষণা