ঢামেকে করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

ঢামেকে করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

ঢামেকে করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

ঢামেকের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে আগুন লাগে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটে আগুন লাগার ঘটনায় রোগীদের স্থানান্তরের পর ৩ রোগী মারা গেছেন।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আইসিউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। তারা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়। সেখানে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের কারো মৃত্যুই আগুনে পুড়ে হয়নি। 

এর আগে বুধবার সকাল সোয়া ৮ টার দিকে ঢামেকের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। 

বাংলাদেশ জার্নাল/আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/153245/ঢামেকে-করোনা-আইসিইউতে-আগুন-৩-রোগীর-মৃত্যু