পদ্মায় বালু উত্তোলন, আটক ১৯

পদ্মায় বালু উত্তোলন, আটক ১৯

পদ্মায় বালু উত্তোলন, আটক ১৯

পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় একটি খনন যন্ত্রযুক্ত ট্রলার জব্দ করা হয়। আটকদের বাড়ি পাবনা সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, পাবনা সদর উপজেলার শেষ সীমানা ও সুজানগর উপজেলার সীমান্তবর্তী এলাকা হাজার বিঘার চর নামক এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, আটকদের বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট এবং সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী শনিবার সন্ধ্যায় জানান, আটকদের বিচার কাজ শুরুর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ জার্নাল/টিআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/152873/পদ্মায়-বালু-উত্তোলন-আটক-১৯