ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
টুঙ্গিপাড়ার পথে মোদি

টুঙ্গিপাড়ার পথে মোদি

টুঙ্গিপাড়ার পথে মোদি

দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থানরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

শনিবার সকাল পোনে ১১টার দিকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার টুঙ্গিপাড়ার পথে যাত্রা শুরু করে।

নরেন্দ্র মোদিকে টুঙ্গিপাড়ায় স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করবেন তিনি।

এরপর সেখান থেকে মোদি যাবেন কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/154459/টুঙ্গিপাড়ার-পথে-মোদি