কোটালীপাড়ায় পুড়ে গেছে ১৩ দোকান
রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
কোটালীপাড়ায় পুড়ে গেছে ১৩ দোকান
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে ১৩ দোকান। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে ১৩ দোকান। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
রোববার ভোর রাতে উপজেলার মহুয়ার মোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: নজরুল ইসলাম শেখ জানান, রাতে ওই বাজারের সোহাগ শেখের হোটেলের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ১টি ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ২ ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, আগুনে ১৩ দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/151330/কোটালীপাড়ায়-পুড়ে-গেছে-১৩-দোকান