ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
টাঙ্গাইলে সাতজন তরুণ-তরুণীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইলে সাতজন তরুণ-তরুণীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার : সাতজন উদ্যোমী তরুন-তরুণীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ আগস্ট, ২০১৭ বৃহস্পতিবার দুপুরে ঐ সাত তরুন-তরুণীদের নিজস্ব অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি গ্রামের শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, মোম, ম্যাচ, ঔষধ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। সাত তরুণ-তরুণীরা হলেন- মুনিরা আহমেদ, তানভীর হাসান, অনন্ত, সামান্তা, যোতি, শুভ এবং আব্দুল্লাহ আল মাসুদ।

মুনিরা আহমেদ বলেন, আমরা কয়েকজন মিলে ব্যক্তি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে আমার অনেক ভালো লেগেছে। আমি বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্রদের বিভিন্নভাবে সহযোগীতা করে থাকি। সকলের সহযোগীতা ছাড়া আমি এ ধরেণের কাজ করতে পারতাম না।

আব্দুল্লাহ আল মাসুদ বলেন, টিভি চ্যানেলে দেখে বন্যার্তদের জন্য সহযোগীতা করার উদ্যোগ নেয়। তিনি সবার আর্থিক সহযোগীতায় বন্যার্তদের পাশে দাঁড়ানো চেষ্টা করেছে। তিনি আরও বলেন তাদের মতো সকল শ্রেণি-পেশার সামর্থবান মানুষ যেন অসহায় বানভাসীদের সাহায্যার্থে এগিয়ে আসে।