সখীপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ছাত্রীনিবাস

সখীপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ছাত্রীনিবাস

সখীপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে ছাত্রীনিবাস
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 

কালবৈশাখী ঝড়ে টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের টিনের তৈরি ১০০ হাত ঘরের চাল উড়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেল তিনটায় এ ঝড় হয়। এ সময় কলেজ এলাকায় আরও বেশ কিছু গাছ উপড়ে পড়ে। ঝড়ের সময় ভয়ে ছুটাছুটি করতে গিয়ে ওই ছাত্রীনিবাসের সঙ্গীতা রায় (১৮) সামান্য আহত হয়। ঝড়ে চাল উড়ে যাওয়ার পর শিলাবৃষ্টিতে ৪৫জন পরীক্ষার্থীর বই-খাতা, কাপড়-চোপড়, বিছানা ও আসবাবপত্র ভিজে গেছে। পরে পরীক্ষা শেষ করে চলে যাওয়া পরীক্ষার্থীদের কক্ষে অবস্থান নেয় তারা।

কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান জানান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসে বর্তমানে ৬০০ ছাত্রী অবস্থান করলেও ভেঙে যাওয়া ওই ১০০ হাত টিনের ঘরে ৪৫ জন ছাত্রী ছিল। ওই ঘরে থাকা ছাত্রীরা সবাই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ সময় ওইসব পরীক্ষার্থীদের বই-খাতা পানিতে ভিজে নষ্ট হওয়ায় বাকি পরীক্ষাগুলোর প্রস্তুতি ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।