প্রিন্ট এর তারিখঃ রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২


জেলা খবর

টাঙ্গাইলে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ২০২৫-১০-১২ ১৭:৩৪:৫৩

News Image

নিজস্ব প্রতিবেদক:

টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। এই রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকার সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলেও টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

 

আজ ১২ অক্টোবর, ২০২৫ তারিখ টাঙ্গাইল জেলায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, সিভিল সার্জন টাঙ্গাইলসহ উপস্থিত ছিলেন টিকাদান কর্মসূচির সাথে সম্পৃক্ত জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

আগামি এক মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে। ১২ অক্টোবর হতে ১৩  নভেম্বর-২০২৫ পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলমান থাকবে। এই টিকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী (১৪ বছর ১১ মাস ২৯  দিন) শিশুরা এ টিকা দিতে পারবে।

 

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন
https://vaxepi.gov.bd