প্রিন্ট এর তারিখঃ রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২


আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশী নিহত

প্রকাশিত: ২০২৫-১০-০৯ ০২:৪০:৪৪

News Image

টাঙ্গাইল দর্পণ আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। 


৮ অক্টোবর, ২০২৫ বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় মাছবাহী একটি কনটেইনার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে থাকা নয়জন বাংলাদেশি শ্রমিক মাছ ধরতে সমুদ্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন। 

 

ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক গণমাধ্যমকে জানান, চালকসহ নয়জন বাংলাদেশি শ্রমিক মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত দুকুম সিদরার দিকে যাচ্ছিলেন। পথে মাছবাহী কনটেইনার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন ঘটনাস্থলেই নিহত হন এবং চালক গুরুতর আহত হন। আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়, ফলে উদ্ধারকাজে বেশ সময় লাগে। দুর্ঘটনার খবর পেয়ে মাস্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। নিহতদের মরদেহ দুকুমের বিভিন্ন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ওমানে বাংলাদেশ দূতাবাস জানায়, নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত নিহতদের আনুষ্ঠানিক পরিচয় প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের বেশিরভাগই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

 

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, “ওমানে সড়ক দুর্ঘটনায় আমাদের উপজেলার সাতজন প্রবাসী নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

 

স্থানীয় গণমাধ্যম ও প্রবাসী সংগঠনের সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে আছেন আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও আলাউদ্দিন।

 

দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে।