প্রিন্ট এর তারিখঃ রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২


খেলাধুলা

টাঙ্গাইলে নারীদের কাবাডি খেলায় মাতলো হাজারো দর্শক

প্রকাশিত: ২০২৫-০৯-২০ ২৩:৩৭:১৫

News Image

নিজস্ব প্রতিনিধি:

ঐতিহ্যবাহী গ্রাম বাংলার নারীদের কাবাডি খেলায় মাতলো হাজারো দর্শক। 

 

১৯ সেপ্টেম্বর, ২০২৫ শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারীদের কাবাডি খেলা দেখতে কয়েক গ্রামের হাজারো দর্শনার্থীরা ভীড় করেন।

 

আয়োজকরা জানান, কাতুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুজন মিয়ার মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নারীদের কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। কাতুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ।