প্রিন্ট এর তারিখঃ সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২


জেলা খবর

টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ২০২৫-০৯-১৬ ১০:৩৮:৪১

News Image

জুয়েল রানা, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
জেলার সখিপুর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল রানা (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

সোমবার বেলা সাড়ে ১১ টায় সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনির চালা গ্রামে এ ঘটনা ঘটে। 

 

মৃত সোহেল সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোট চওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। মৃত সোহেল রানা অটোরিকশা চালনার পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সোহেল রানা খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। ট্রান্সফরমার থেকে ওই বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় বৈদ্যুতিক তার হঠাৎ শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা সোহেল রানাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।