প্রিন্ট এর তারিখঃ সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৯-০৯ ২৩:৫৯:০৯
গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কথাসাহিত্যিক ও প্রফেসর হাজেরা নজরুল ৮ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০ নভেম্বর ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন।
প্রফেসর হাজেরা নজরুল ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজসেবক, প্রশাসক ও কথাসাহিত্যিক। তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।
শিক্ষা, সাহিত্য ও সমাজসেবার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন:
• লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ A-1, বাংলাদেশ এর গভর্নরের উপদেষ্টা
• রাজনিগন্ধা লায়ন্স ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি
• কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশন-এর সভাপতি
• এসিএই অটোস (প্রা.) লি.-এর চেয়ারপার্সন
• চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন-এর উপদেষ্টা
• সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল কমিটি, অফিসার্স ক্লাব ঢাকা-এর চেয়ারপার্সন
এছাড়াও তিনি ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ড, বাংলাদেশ বুক ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, বাংলাদেশ লেখিকা সংঘ, বায়োকেমিক্যাল সোসাইটি, রাজবাড়ি সমিতি এবং হেমান্তিকাসহ নানা সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।
তিনি ছিলেন লেডিস ক্লাবের আজীবন সদস্য এবং বাংলাদেশের কারাগারের সম্মানিত ভিজিটর।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন প্রকৌশলী নজরুল ইসলামের সহধর্মিণী।
আমরা কথাসাহিত্যিক প্রফেসর হাজেরা নজরুলের আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।