প্রিন্ট এর তারিখঃ সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২


জেলা খবর

মাগুরায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ২০২৫-০৯-০৯ ২২:৪৯:৫৯

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের দাশনা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে মঙ্গলবার সকালে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছে। নিহত আইয়ুব বিশ্বাস (৫২) দাশনা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের পুত্র।

 

সোমবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত আইয়ুব বিশ্বাসের অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকায় রেফার করা হয়।

 

আজ ০৯ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব বিশ্বাসের মৃত্যু হয়।

 

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব  আলী জানান, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবার সন্ধ্যায় দাশনা গ্রামের আইয়ুব বিশ্বাস ও শাকিল মোল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল মোল্লা ও তার লোকজন আইয়ুব বিশ্বাসকে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা অবনতি হলে, তাকে ঢাকা রেফার করা হয়। আজ মঙ্গলবার সকালে ঢাকায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।